স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবস ১৫ ই আগস্ট উপলক্ষে গত ২০ জুলাই রাতে অস্থায়ী কাযালয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগের এক জরুরী সভা হয়েছে ।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতিও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল ।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।সভায় জাতীয় শোক দিবস পালনকল্পে ব্যাপক কমসূচী গ্রহণ করা হয়েছে ।
সভার শুরুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী চাঁদপুর ৩ আসনের মাননীয় এমপি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি মহোদয়ের স্বামী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নেওয়াজ এর রোগ মুক্তি সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নাঈম পাটোয়ারী দুলাল ।