চাঁদপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির ইফতার মাহফিল

কাউছুল উল রাব্বি ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখা।
গতকাল ১২ জুন মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাব ভবনের ২য় তলার এলিট চাইনিজ রেষ্টুরেন্টে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাপসা চাঁদপুর জেলা শাখার সভাপতি মো: আব্দুল কাদের এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমান, ডিস্টিক ফ্যাসিলিটর শাহরিয়ার আলম প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম ,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক এবং প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, সুশিল সমাজ ও সাংবাদিক বৃন্দ। ইফতার মাহফিলের সাবিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল কাদের মিয়া, সহ সভাপতি গোলাম মোস্তফা শামীম সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সম্পাদক এম,এ কুদ্দুছ রোকন, সাংগঠনিক সোলাইমান মিয়া, সহ সাংগঠনিক আবু বকর মানিক, দপ্তর সম্পাদক সালামত উল্যাহ খান শাহিন, প্রচার সম্পাদক মহিউদ্দিন সোহেল প্রমুখ ।

একই রকম খবর

Leave a Comment