চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ জুন সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহম্মদ শওকত ওসমানের পরিচালনায় সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মো:মাজেদুর রহমান খান বলেন, আমি অনেক অফিস দেখেছি, কাজের কোনো সচ্ছতা নেই। এটা কোনো ভালো লক্ষণ নয়। দেশের উন্নয়নের জন্যে আমরা সবাই কাজ করতে হবে। ন্যাশনাল সার্ভিসের প্রায় সাড়ে ৩ হাজার লোক রয়েছে বিভিন্ন দপ্তরে নিয়োজিত। কিন্তু তারা সঠিকভাবে কাজ করছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ‘গ্রাম হবে শহর’ এ বিষয়গুলোও সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। চাঁদপুর জেলার ১৩টি ভ‚মি অফিসের কাজ চলমান রয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের বালিয়া, মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ও হাজীগঞ্জ সদরের ৩টি ভ‚মি অফিসের কাজ নিয়ে জটিলতা রয়েছে। বালিয়া ইউনিয়ন ভ‚মি অফিসের ভ‚মি অধিগ্রহণের স্থানটির মামলা চলমান থাকায় ভবন নির্মাণে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যেগুলো নির্মাণ হয়ে গেছে তা উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ বসে সমাবেশ করে মুক্তিযোদ্ধাদের বুঝিয়ে দিতে হবে। আমরা চাঁদপুরে ফায়ার সার্ভিস স্টেশন ও মডেল মসজিদ করেছি।

বক্তারা বলেন, মেঘনার চরে কোনো নিরাপত্তা নেই। সেখানে যাওয়ার বাহনগুলো সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তা বন্ধ করে দেয়া প্রয়োজন। এটি একটি অনিরাপত্তার ট্যুরিজম পথ। এ মিনি কক্সবাজার ঝুঁকিপ‚র্ণ হয়ে গেছে। সাঁতার জানে না এমন লোকেরা সেখানে যাওয়া ঠিক না। কুমিল্লা কলেজের যে শিক্ষার্থী সেদিন মারা গিয়েছিল তা সাঁতার না জানার কারণে। আনন্দ করতে বন্ধুরা নদীতে সাঁতার কাটছিল।

সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলোয়ার হোসেন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ কুদ্দুছ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা পরিষদ সচিব মোঃ মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, এনএসআই সহকারী পরিচালক মোঃ আজিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বখতিয়ার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন,

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর উত্তর ফায়ার স্টেশন পরিচালক ফরিদ আহমেদ মনির প্রমুখ।আরও উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা ভ‚মি কর্মকর্তা মমতা আফরিন, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম,

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি পৌরসভার মেয়র ফরিদ উল­াহ চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ, জেলা পাসপোর্ট কর্মকর্তা তাজবিল্লাহ, জেলা তথ্য কর্মকর্তা ন‚রুল হক, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল্লাহ বাকীসহ আরো অনেকে।

একই রকম খবর