স্টাফ রিপোটার ॥ চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার প্যাভিলিয়ান রুমে সভার সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ শওকত ওসমান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাসিরউদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অনন্যর মধ্যে বক্তব্য রাখেন সহ-সাধারন সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন শান্ত, মোঃ আবুল কাশেম আখন্দ, সদস্য ডাঃ এস এম সহিদ উল্লাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, তমাল কুমার ঘোষ, ওমর পাটওয়ারী, আবু নাছের পাটওয়ারী, ডাঃ মোঃ মিজানুর রহমান খান, হাসান ইমাম বাদশা, অ্যাডঃ সেলিম আকবর, শরীফ মোঃ আশ্রাফুল হক, হেলাল হোসাইন, মনোয়ার হোসেন চৌধুরী, নান্নু মিয়া হাওলাদার, তপন চন্দ, শাহজাহান তালুকদার, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।