গাজী মোঃ ইমাম হাসান : বাংলাদেশ গ্রাম পুলিশ চাঁদপুর জেলা শাখার কর্মচারী ইউনিয়নের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটিরিয়ামে চাঁদপুর জেলা শাখার গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল রশিদের সভাপতিত্বে সাধারন সম্পাদক বাবু নিত্যচন্দ্র সূত্রধরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শাহজান কবির জহির।
এ সময় চাঁদপুর জেলা শাখার গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলম হোসেন দেওয়ান, কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের ভরপ্রাপ্ত সভাপতি হাবিব দেওয়ান, সাধারন সম্পাদক আলমাস গাজীসহ জেলার বিভিন্ন ইউনিটের গ্রাম পুলিশ বক্তব্য রাখেন।