চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক নেতা কামাল পাটওয়ারী’র ইন্তেকাল

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পাটওয়ারী বাড়ী নিবাসী কামাল পাটওয়ারী ইন্তেকাল করেছেন।

গতকাল ১০নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ৩টায় ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ আজ ১১ই নভেম্বর (শুক্রবার) বাদ জুমা মরহুমের নিজ বাড়ী ৬নং মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পাটওয়ারী বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

জানাযা’র নামাজে সকল ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে ।
শোক প্রকাশ

এদিকে, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সাবেক নেতা কামাল পাটওয়ারী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ।

 

একই রকম খবর