গোলাম কিবরিয়া জীবন : শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম এর আওতায় ৩ জুলাই সকালে মতলব উত্তর উপজেলায় ঠেটালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিনব্যাপী শিশু মেলা, শিশুদের শিক্ষামূলক ষ্টল প্রদর্শন, র্যালি, চিত্রাঅংকন প্রতিযোগতিা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই একটি বর্নাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে , বিভিন্ন ষ্টল অতিথিবৃন্দ পরিদর্শন করেন।
জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: শওতক ওসমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারিক মাহমুদ, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো: শামসুজ্জামান ডলার প্রমূখ।