স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, বেকার, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করছি আমরা। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের কর্মসংস্থানে কাজ করে যাচ্ছে চাঁদপুর জেলা পরিষদ। আমরা চাই, এই জেলায় ধীরে ধীরে বেকারের সংখ্যা কমে শূন্যের কোঠায় নেমে আসুক। কারণ, বেকারত্ব জাতির জন্য অভিশাপ। রিক্সা, ভ্যানগাড়ি ও সেলাই মেশিন প্রদানের মাধ্যমে আমরা বেকার নারী-পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। এছাড়া শিক্ষাবৃত্তি ও শিক্ষা অনুদানের মাধ্যমে আমরা দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সহযোগিতা করছি। কারণ, শিক্ষা ছাড়া মানুষের উন্নতি সম্ভব নয়। পর্যায়ক্রমে আমরা জনকল্যাণ ও জনসেবামূলক কাজের পরিধি বৃদ্ধি করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ বাস্তবায়নে জেলা পর্যায়ে আমরা সীমিত সামর্থের মধ্যেও ব্যাপক কাজ করে যাচ্ছি।
সোমবার সকালে চাঁদপুর জেলা পরিষদ প্রাঙ্গণে গরীব ও বেকারদের মাঝে রিক্সা এবং ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
এসময় জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সুবিধাজনক দরিদ্ররা উপস্থিত ছিলেন। উপার্জনের একটি বাহন পেয়ে সুবিধাভোগী দরিদ্র জনগোষ্ঠী সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ জন্য জেলা পরিষদ চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, জেলা পরিষদের অর্থায়নে মোট ৯০টি রিক্সা ও ৪৪টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে গতকাল। আগামীতেও এ ধরনের কর্মসংস্থান ও জনকল্যাণমূলক প্রকল্প হাতে নেয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।