প্রেস বিজ্ঞপ্তি : নতুন প্রজন্মদের সাথে নিয়ে চাঁদপুর জেলা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলাহজ ওচমান গনি পাটওয়ারী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মদের নিয়ে দেশের উন্নয়নে কাজ করার স্বপ্ন দেখতেন। আজকে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হসিনা নতুন প্রজন্মদের নিয়ে কাজ করছেন। আমরা এক সময় এই দেশটাকে নতুন প্রজন্মদের হাতে রেখে যাবো। তোমরা এই দেশের বাকি কাজগুলো সম্পন্ন করবে। জননেত্রী শেখ হাসিনা হাতে দেশ থাকায়, এ দেশে সুশাসন রয়েছে। দেশেকে রক্ষা করতে হলে, আমাদেরকে সম্মিলিত ভাবে এক যুগে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত একটি দেশ গড়তে চাই। এখানে কোন প্রতিহিংসার রাজনীতি থাকবে না। সকলে মিলে সুন্দর একটি সমাজ বির্নিমানে কাজ করবো। আমরা ঈদের পর আপনাদের সাথে নিয়ে ঈদ পূর্নমিলনি করবো। আমরা যার যার অবস্থান থেকে এক হয়ে কাজ করলে বঙ্গবন্ধুর সেনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড, জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান মুন্না, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান খোকা, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান অপু, সাবেক সম্পাদক মো. কাউয়ুম খন্দকার, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মামুনুর রহমান পরান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ নেতা ইফতেখার আহমেদ হারুন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য উপম পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা হাসিব পাটওয়ারী। ইফতার মাহফিলে বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. মো. ওলিয়ুর রহমান অলী।