স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোড মডেল।
উন্নয়নের মহাসড়কে সদর্পে এগিয়ে চলেছে আমাদের প্রিয় মাতৃভ‚মি। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের একটি অংশ হিসেবে চাঁদপুর জেলা পরিষদও এই জেলার উন্নয়ন ও জনগণের সেবা সহজতর করতে কাজ করে যাচ্ছে।
সোমবার দুপুরে চাঁদপুর জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভা পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য যথাক্রমে মো. জসিম উদ্দিন, হুমায়ুন কবির, নুরুল ইসলাম পাটওয়ারী, মো. আল-আমিন ফরাজী, মুকবুল মিয়াজী, এস এম সুমন, সাইফুল ইসলাম রিপন, মিটু, মো. তুহিন, বিল্লাল হোসেন, মহিলা সদস্য রত্না, খোদেজা রহমান, জোবেদা বেগম খুশি প্রমুখ। এছাড়া সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেনসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।