শিক্ষার্থীদের ক্লাশে ফেরার আহবান চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যানের

প্রেস বিজ্ঞপ্তি : নিরাপদ সড়ক চাই আন্দোলনের শিক্ষার্থীদের ক্লাশে ফেরার আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।

সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, বাবা-মা হলো তোমাদের প্রকৃত বন্ধু, তাদের সাথে সকল বিষয়ে পরামর্শ করবে। তাদের কাছেই পাবে সত্য ও ন্যয়সঙ্গত পরামর্শ। নিন্মে বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো।

“প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা, তোমাদের পূর্বসুরীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্দেশে ৩০ লাখ শহীদ ও ৪ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। আমাদের ও পূর্বসুরীদের দোয়া তোমাদের উপর সর্বদাই থাকবে। তোমরা যে নিয়মতান্ত্রিক আন্দোলন করছো তা থেকে আমাদের মনে পড়ে বায়ান্ন’র ভাষা আন্দোলন ও জাতির পিতার নির্দেশে সফল আন্দোলনের কথা। তোমাদের পূর্বসুরীরা ভাষার জন্য রক্ত দিয়ে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। সেই ভয়াল দিনগুলোতে তোমাদের মতো তাঁরা রাজপথে নেমেছিল। তোমরা নিশ্চয়’ই জান, আগস্ট মাস স্বাধীনতার স্বপক্ষের মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করে। এই মাসেই স্বাধীনতা বিরোধী কুলাঙ্গাররা আমাদের হৃদয়ের মহান নেতা ও বঙ্গমাতাসহ বঙ্গবন্ধু পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করে। দেশরত্ন শেখ হাসিনা ও শেখ রেহানা আপা মহান আল্লাহ’র রহমতে বিদেশে থাকার কারণে বেঁচে যান। আমরা তোমাদের পিতৃতুল্য অভিভাবক, তোমাদের কাছে আমাদের অনুরোধ- মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা তোমাদের সকল দাবির প্রতি একমত পোষণ করে তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তোমাদের অনেকগুলো দাবি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে।  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তোমাদের জন্য এমন এক দেশ রেখে যাবেন যেখানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিং এর মতো ভয়াল বিষয়গুলো থাকবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি সোনার বাংলা বিনির্মাণের জন্য।
তোমাদের প্রতি আমার উদাত্ত আহবান তোমরা ক্লাশে ফিরে যাও। তোমরা’ই তো আগামীতে এই জাতির সফল নেতৃত্ব দিবে। তোমাদেরকে আমরা শতভাগ মেধাসম্পন্ন প্রজন্ম তৈরী করতে চাই। তোমাদের ভিতর থাকবে দেশপ্রেম, জাতির পিতার প্রতি সর্বোচ্চ সম্মান ও শহীদদের আত্মত্যাগের প্রতিদান দিবে সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে। তোমরা কোমলমতী, তোমাদেরকে কোন কুচক্রী মহল যেন প্ররোচনা না দিতে পারে সেই দিকে সব সময় লক্ষ্য রাখবে। বাবা-মা হলো তোমাদের প্রকৃত বন্ধু, তাদের সাথে সকল বিষয়ে পরামর্শ করবে। তাদের কাছেই পাবে সত্য ও ন্যয়সঙ্গত পরামর্শ। আমরা সকলেই তোমাদের দিকে গর্বের সাথে তাকিয়ে আছি। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীর পাশাপাশি মানবতার মা এবং তোমাদেরকে সন্তানতুল্য স্নেহে করেন। মহান আল্লাহ তোমাদের দীর্ঘায়ু ও সুস্থতা দান করুক। আল্লাহ হাফেজ।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

আলহাজ ওচমান গনি পাটওয়ারী, চেয়ারম্যান, জেলা পরিষদ, চাঁদপুর।”

একই রকম খবর

Leave a Comment