ইব্রাহিম খান : চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১৭ মে শুক্রবার চাঁদপুর পুলিশ লাইনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক ড.মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বিপিএম।
পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি,অ্যাড.নূরুল আমিন রুহুল এমপি, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, জেলা জজ মোঃ জুলফিকার আলি খান,জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান,অতিরিক্ত জেলা ম্যাজিস্টেড আব্দুল্লাহ আল মাহমুদ জামান,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী,
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু,জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ,স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়াদা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলোয়ার হোসেন,সিভিল সার্জন ডা. এ কে এম মাহবুবর রহমান,চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম,সাবেক সভাপতি সূভাষ চন্দ্র রায়,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী,সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর,সাবেক সভাপতি কাজী শাহাদাত,শাহ মোহাম্মদ মাকসুদুল আলম,গোলাম কিবরিয়া জীবন,বিএম হান্নান,
শরীফ চৌধুরী,ইকবাল হোসেন পাটওয়ারী,সাবেক সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মিলন,সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন,সাবেক সাধারন সম্পাদক মির্জা জাকির,জেলা ফটোজানালিষ্ট এসোসিয়েশনের সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস,ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড.জাহিদু ইসলাম রোমান,হাজিগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মাইন উদ্দিন,চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
এছাড়াও অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রশাসনিক,রাজনৈতিক,সামাজিক,ব্যবসায়ি,জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবি, শিক্ষক, চিকৎসক, ডাক্তারসহ বিভিন্ন শ্রেনী পেশার লোক অংশ নেন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাওঃ আব্দুস সালাম।