চাঁদপুর জেলা পুলিশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময়

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে আগামী ১৬ ডিসেম্বর-২০২২ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪ডিসেম্বর (রবিবার) চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় এর সভাপতিত্বে কুচকাওয়াজ ও শরীর চর্চা উপ-কমিটির সহিত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রত্যেকের মতামত অত্যন্ত সুনজরে গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, প্রতিবছরের ন্যায় এই বছরও মহান বিজয় দিবস জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্যভাবে উদযাপনের উদ্যোগ নিচ্ছি আমরা। জেলা প্রশাসনের সহিত একত্রিত হয়ে এবছর ও আমাদের চেষ্টা থাকবে, মহান বিজয় দিবস বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর করার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশের সেক্রেটারী সুফী খায়রুল ইসলাম খোকন,জেলা প্রশাসনের প্রতিনিধিগণ, কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

একই রকম খবর