আহম্মদ উল্যাহ ॥ চাঁদপুরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ ও ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ বলেছেন, মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদকসেবী, মাদক ব্যবসায়ী এবং মাদক পাচার কারীকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। যার মাদকের সাথে জড়িত তার দেশের শত্রু। যুবসমাজকে ধ্বংশ করছে মাদক। এ জন্যে মাদকের সাথে আপশ করা যাবে না।
মঙ্গলবার (২৯ মে) চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর সচেতনতায় কোনো প্রকার মাদকসেবী রক্ষা পাবে না। আপনার সবাই মাদকের বিরুদ্ধে ঝাফিয়ে পড়বেন। আমাদের লক্ষ্য দেশকে মাদক নির্মূল করা।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপর (প্রশাসন ও অপরাধ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপর (সদর সার্কেল) আফজাল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালি উল্লাহ অলি। এসময় সকল উপজেলার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।