চাঁদপুর জেলা পুলিশের ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন বিষয়ে সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ ভবন ও অবকাঠামোগত নির্মাণ কাজ বাস্তবায়ন ও মান নিয়ন্ত্রন সংক্রান্ত বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান।

সভা সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মিজানুর রহমান, ওসি সৈয়দ মাহবুবুর রহমান, চাঁদপুর মডেল থানর ওসি ওয়ালি উল্যাহ ওলি।

এছাড়াও কাজের সাথে সংশ্লিষ্ট গনপূর্ত বিভাগের তালিকাভুক্ত ঠিকাদাররাও সভায় উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ভবনের নির্মাণ ও অবকাঠামগত কাজগুলো মান সম্মত এবং টেকসই করার জন্য নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারদের প্রতি আহবান জানান। এছাড়াও সভায় চলমান কাজ নিয়ে আলোচনা হয়।

একই রকম খবর

Leave a Comment