স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইনস্ এ ড্রিল সেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবু রহমান পিপিএম (বার)।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার সকল কর্মকর্তাকে জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরো সক্রিয় হওয়ার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মিজানুর রহমান। এছাড়াও নিজ নিজ এলাকার পেশাগত বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন থানার ওসি।
সভা চলাকালীন সময়ে গত অক্টোবর ও নভেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী পুলিশ সদস্যগনকে সম্মাননা ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
এছাড়াও সভায় চাঁদপুর জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে যারা পিআরএল গেছেন তাদেরকে জেলা পুলিশ পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেনসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সর্বস্থরের পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।