স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম।
এ সময় পুলিশ সদস্যদের ভাল কাজের স্বীকৃতি স্বরূপ এবং মাসিক পারফরমেন্সের ভিত্তিতে জেলার সেরা অফিসারদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
পুলিশ সুপার মহোদয় উক্ত সভায় সকল অফিসার ও ফোর্সদের বিভিন্ন দাবি, আবেদন শুনেন এবং সমাধানের নিশ্চয়তা প্রদান করেন।
এ ছাড়াও অত্র জেলায় কর্মরত ১ জন কনস্টবলকে পিআরএল (অবসর) এ যাওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও (সদ্য পদৌন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরীসহ জেলা পুলিশের সকল অফিসার ও সর্বস্থরের পুলিশ সদস্যগণ।