চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

আহম্মদ উল্যাহ : চাঁদপুর জেলা পুলিশর মাসিক কল্যাণ সভা রোববার ( ৩০জুন) জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম। এসময় পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সগণের বিভিন্ন আবেদন শুনেন এবং জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভা চলাকালীন সময়ে গত মে/২০১৯ খ্রিঃ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী কর্মকর্তাগণকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করেন। এসময় অত্র জেলায় কর্মরত সশস্ত্র পুলিশ পরিদর্শক জনাব মোঃ আব্দুস সামাদকে পিআরএল এ যাওয়ায় জেলা পুলিশ চাঁদপুরের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

এসময় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাছিম উদ্দিন। সভায় জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সর্বস্থরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

একই রকম খবর