যানজট নিরসনের লক্ষে স্কাউটরা পেল ‘চাঁদপুর জেলা পুলিশ ক্যাপ’

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে যানজট নিরসনের লক্ষে গতকাল চাঁদপুর জেলা পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করছে রোভার ও স্কাউটের সদস্যরা।

প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিটি পয়েন্টে ৪ জন করে প্রতিদিন মোট ৪০জন স্কাউটস সদস্য পুলিশের সাথে যানচলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন।

এ সময় ট্রাফিক পুলিশকে সহায়তা করতে আসা স্কাউটদের ‘চাঁদপুর জেলা পুলিশ ক্যাপ’ পরিয়ে দেন অত্র জেলার (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

স্কাউটদের এ ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য তাদের ধন্যবাদ প্রদান করেন।

একই রকম খবর