চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলার নতুন বাজার পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করা হয়েছে।
গতকাল ২১জুন (মঙ্গলবার) চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ি বার্ষিক পরিদর্শন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার)।
পুলিশ সুপার ফাঁড়ির দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন, ডিউটিরত অবস্থায় প্রত্যেক পুলিশ সদস্যের উপর অর্পিত দায়িত্ব পালনে মানবিকতা, ধৈর্য ও বুদ্ধিমত্তার সহিত কাজ করতে হবে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনিদের্শনা প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, চাঁদপুর নতুন বাজার পুলশ ফাঁড়ির ইনচার্জ মোঃ কারুজ্জামান’সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।