স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ মে) চাঁদপুর শহরের বিপনীবাগ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকতা কানিজ ফাতেমা পিপিএ,জেলা মাকেটিং অফিসার , নির্বাহী ম্যাজিস্ট্রে মামুন।
এ সময় চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বিপনীবাগ মাছের বাজার ও তরকারী বাজার ঘুরে দেখেন এবং ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলেন এবং বিক্রেতাদেরকে মোবাইল কোর্টের বিষয়ে সর্তক করেন ।
এ সময় পাল বাজারে ২০ কেজি পঁচা খেজুর জব্দ করা হয় ও খেজুর বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।