ইব্রাহিম খান ঃ চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসনের সভা কক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। এ সময় তিনি বলেন, বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন আলোর দিশারী।
যিনি তার লেখনির মাধ্যমে বাংলাকে তুলে ধরেছেন সারা বিশ্বে। তার এই লেখনির মাধ্যমে তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন আমাদের মাঝে। আর আমরা যারা রয়েছি তাদেরকে অবশ্যই এসব মহা মনিষীদের জীবন থেকে শিক্ষা নিতে হবে। কাজেই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে ও লেখক ডাঃ পীয‚ষ কান্তি বড়ুয়ার পরিচালনায় সভায় বক্তব্যে রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মঈনুল হাসান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ,
সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ এস এম দেলোয়ার হোসেন , সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর জেলা আওয়ামীলীগ নেতা অজয় কুমার ভৌমিক, সদর উপজেলার নির্বাহী অফিসার কানিজ ফাতেমা,চাঁদপুর প্রেসক্লাবের লহ্মন চন্দ্র সূত্রধর। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।