জাতীয় উন্নয়ন মেলায় চাঁদপুর জেলা প্রশাসন পুরস্কৃত

চাঁদপুর খবর রিপোর্ট : ঢাকায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় অংশ নেয়া চাঁদপুর জেলা ব্র্যান্ডিং প্যাভিলিয়নের স্টল সেরা স্টল হিসাবে নির্বাচিত হয়ে শ্রেষ্ঠত্বের পুরস্কারে ভূষিত হয়েছেন।

ঢাকায় শনিবার মেলার সমাপনী দিনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর হাত থেকে শ্রেষ্ঠত্বের সনদ গ্রহণ করেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি।

এর আগে মেলারয় অংশ নেয়া চাঁদপুর জেলা প্রশাসনে স্টলটি ঘুরে দেখেন ইলিশের বাড়ি চাঁদপুর নামকরক জাতীয় জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুরের সাবেক সুযোগ্য জেলা প্রশাসক ও বতমান পর্যটন কর্পোরেশন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আব্দুস সবুর মন্ডল।

এদিকে ঢাকায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলায় অংশ নেয়া চাঁদপুর জেলা ব্র্যান্ডিং প্যাভিলিয়নের স্টল সেরা স্টল হিসাবে নির্বাচিত হওয়ায় জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চাঁদপর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।

একই রকম খবর

Leave a Comment