স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মাহে রমজানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৯ জুন শনিবার ২৪ রমজান প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এলিট চাইনজ রেস্টুরেন্টে এই দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনে চাঁদপুরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
দোয়া ও ইফতার পূর্বক আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদজ্ঞাপন করে শুভেচ্ছা জানান বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একে আজাদ ও সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী ও সাধারণ সম্পাদক মির্জা জাকির, সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবকে সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক মাহমুদুর নবী মাসুম, সাবেক সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মনির আহম্মদ, আওয়ামী লীগ নেতা ওমর পাটওয়ারী, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিজি, মৈশাদী ইউপি সচিব আবু বকর সিদ্দিক মানিক, সাবেক ছাত্রলীগ নেতা ফেরদৌস মোর্শেদ জুয়েল, আতাউর রহমান পাটওয়ারী, যুবদল নেতা ডিএম জুয়েল, ছাত্রদল নেতা সফিউদ্দিন বাবলু।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক মতলের আলোর যুগ্ম সম্পাদক ডা. মাসুদ হাসান, দৈনিক চাঁদপুর প্রবারের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা কার্যকরি পরিষদের সহ-সভাপতি কেএম মাসুদ, এমএম কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হোসেন অপু, যুগ্ম সম্পাদক আশিক বিন রহিম, দপ্তর সম্পাদক সজিব খান, কার্যকরি সদস্য বাদল মজুমদার, কেএম সালাউদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি আলম পলাশ ও সাবেক সাধারণ গোলাম মোস্তফা, সম্মানিত সদস্য মাসুদ আলম, আব্দুস সোবাহান রানা, বিমল চৌধুরী, মিজানুর রহমান লিটন, মুহাম্মদ আলমগীর, শেখ আল মামুন, এমআর ইসলাম বাবু, কাদের পলাশ, শাওন পাটওয়ারী, অভিজিং রায়, ফাহিম শাহরিন কৌশিক, জামাল আহমেদ আখন্দ, মাজহারুল ইসলাম অনিক, শরীফুল ইসলাম, এমআই দিদার, চাঁদপুর টাইমসের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসেন, চাঁদপুর জমিদের স্টাফ রিপোর্টার জিএম ইমাম হাসান, সুদিপ্ত চাঁদপুর এর স্টাফ রিপোর্টার মাইনুল ইসলাম, চাঁদপুর খবরের স্টাফ রিপোর্টার ইব্রাহিম খান, মতলবের আলোর স্টাফ রিপোর্টার তাজবির আহমেদসহ চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইক্টেনিক মিড়িয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতার পূর্বক দোয়া ও মোনাজাতে দেশ-জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কোষাধক্ষ মাওলানা মুহাম্মদ আবদুর রহমান গাজী।