স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজানে জনস্বার্থে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের বাজার উপদেষ্টা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিটির সদস্য, চাঁদপুর চেম্বার, বিভিন্ন বাজার কমিটি, চাল ব্যবসায়ী সমিতি, হোটেল-রেঁস্তোরা মালিক সমিতি এবং বেকারী মালিক সমিতি, কাঁচাবাজার ব্যবসায়ী ও পাইকারী ব্যবসায়ীদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন জেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে এবার রমজান মাস শুরুর আগেই দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে নানা উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, চাঁদপুরের বাজারে কোনো পণ্যের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করা যাবে না। পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত দাম যাতে না বাড়ে এবং এটি যাতে সহনীয় পর্যায়ে থাকে, সে লক্ষ্য নিয়ে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি বলেন, পণ্যের দাম সহনীয় রাখতে চেম্বারের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাইকারী বাজারের পাশাপাশি পণ্যের খুচরা বিক্রেতাদের প্রতিও বাজার মনিটরিং জোরদার করা হবে। খুচরা বিক্রেতারা পাইকারী পণ্য ক্রয়ের মেমো সাথে রাখবেন। এ বিষয়ে চাঁদপুরের সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, রমজান মাসে সড়কের উপর কোনো বাজার বসবে না। রাস্তার ফুটপাত দখল করা যাবে না। মাংসের দাম পৌরসভা নির্ধারণ করবে এবং প্রশাসনের সহযোগিতায় সবার সমন্বয়ে সড়ক যানজটমুক্ত রাখার পদক্ষেপ নেয়া হবে। রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকবে, ইফতার ও সেহরির সময় ব্যতীত। ভাসমান ইফতারির দোকান উচ্ছেদ করা হবে। শুধুমাত্র রোজার মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক দিনের বেলায় শহরে ঢুকতে পারবে।
এডিএম বলেন, আমাদের সম্মিলিত প্রয়াসে আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে আশাকরি সহনীয় পর্যায়ে রাখতে পারব। সাধারণ মানুষ যাতে নিত্য পণ্য ও ভেজাল মুক্ত খাবার নিয়ে কোনোপ্রকার হয়রানির শিকার না হয়, রোজায় কষ্ট না পায়। আমরা সকলে মিলে যাতে সুন্দর ঈদ করতে পারি এই শুভ কামনা করছি।
সভার শুরুতে কমিটির সদস্য সচিব ও জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম বিগত কার্যক্রমের সিদ্ধান্ত সমূহ তুলে ধরেন এবং এবারের গৃহীত কার্যক্রম অবহিত করেন। পরে বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রে বিভিন্ন দিক নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া,
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান, তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক, চাঁদপুর রেঁস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক আঃ আজিজ দেওয়ান, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক সালাহউদ্দিন মোঃ বাবর, কচুয়া বাজার কমিটির সভাপতি জাকির হোসেন, চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী নাজমুল আলম পাটওয়ারী, জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পাইকারী ব্যবসায়ী নেপাল সাহা (বেঙ্গল ট্রেডিং) প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক নূর হোসেন, জেলা কৃষি অফিসের প্রতিনিধি নরেশ চন্দ্র দাস, বাবুরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, বিপণীবাগ বাজার সমিতির সভাপতি মোঃ জয়নাল মাঝি, রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম খান, দপ্তর সম্পাদক মজিবুর রহমান আখন্দ, ভূঁইয়া বিগ বাজারের পরিচালক মোঃ খায়ের ভূঁইয়া, উপদেষ্টা মতলবের গণেশ ভৌমিক, ক্যাফে জামানের নূরুল আলম, পুরাণবাজারের ব্যবসায়ী বাপ্পী রঞ্জন দাসসহ আরো অনেকে।