চাঁদপুর জেলা বিএনপির নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন’২২ অনুষ্ঠানের জন্য গত ২৭/০৩/২০২২ইং চাঁদপুর জেলা বিএনপি চাঁদপুর জেলা প্রশাসক বরাবরে ২রা এপ্রিল সম্মেলন অনুষ্ঠানের জন্য চাঁদপুর বিপনীবাগ পার্টি সেন্টার মিলনায়তনের ব্যবহারের অনুমতি দানের জন্য এক দরখাস্ত দাখিল করা হয়েছে। উক্ত দরখাস্তের আলোকে নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২রা এপ্রিল ২০২২ইং সকাল ১০টায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন’২২ চাঁদপুর বিপনীবাগ পার্টি সেন্টার মিলনায়তনে ১ম অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ওই দিনই দুপুর ২:৩০ মিনিটে দ্বিতীয় অধিবেশন শুরু অর্থাৎ গোপনকক্ষে একই স্থানে বিরতিহীনভাবে বিকাল ৫:৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। অতঃপর ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য চাঁদপুর জেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন’২২ এর জন্য গঠিত নির্বাচন কমিশন থেকে জানানো হল।গতকাল ৩০ মার্চ প্রধান নির্বাচন কমিশনার অ্যাড:শামসুল ইসলাম মন্টুর স্বাক্ষরিত এক পত্রে এতথ্য নিশ্চিত করেন ।

একই রকম খবর