চাঁদপুর জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভা

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুরে জেলা প্রশাসনের আয়োজনে  জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের সভাপ্রধানে বক্তারা বলেন, চাঁদপুরের এসবি খাল সহ বেশ কিছু খাল পুনরুদ্ধার ও পরিস্কার করার কাজ শিঘ্রই শুরু করা দরকার। কারন এ খালগুলো অপরিচ্ছন্ন ও বেদখল হয়ে যাচ্ছে। রঘুনাথপুরে এতো সুন্দর বাধাই করা খালের সামনে অবৈধ দোকান দোকানগুলো উচ্ছেদ করতে হবে। খালগুলোর সুন্দোর্য্য নষ্ট করছে দোকানগুলো। পুরানবাজারের রাইস মিলের উরন্ত ছাই ও ধোয়ায় মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। মানুষের ভোগান্তি সৃষ্টি করে ব্যবসা করবে এটা হবে না। এদের ব্যপারে পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থা গ্রহন করা উচিত।তাদের বড় অংকের জরিমানা করতে হবে। পরিবেশ অধিদপ্তর পলিথিনের বিকল্প ব্যাগ বের করেছে। চাঁদপুরে এর ব্যবহার করতে হবে। রাস্তার পাশে যে সকল ইট ভাটা রয়েছে। তারা ব্যাপক পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে। হাইমচরের বাংলা বাজারের পাশে গরু বাজারের রাজস্ব সদর উপজেলা পরিষদ নিয়ে যাচ্ছে। গরুর বাজারটি সম্পূর্ন হাইমচর উপজেলার ভিতরে। তাছাড়া  হাইমচরের রাজস্ব খুবই কম। কারন এখানে পৌরসভা নেই। উপজেলা পরিষদ দিয়ে চলে সব কাজ। তাই হাইমচরের গরুর বাজারের রাজস্ব যেনো হাইমচরে থাকে এর জন্য জোর দাবি জানাচ্ছি। বক্তারা আরো বলেন, চাঁদপুর থেকে প্রকল্প কম যায়। বিভিন্ন মন্ত্রনালয় ও বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ন পদে চাঁদপুরের লোক রয়েছে।তারা অভিযোগ করেছে চাঁদপুর থেকে কোন প্রকল্প যায় না। চাঁদপুরে নদীর পাড়ে মেরিন ড্রাইভের কথা বলা হচ্ছে। এ ব্যাপরে অগ্রগতি প্রয়োজন।সরকার কি উন্নয়ন করছে তা জানান দিতে হবে। জাতীর পিতার শতবর্শ পালন উপলক্ষে সবাই কাজ শুরু করে দিন। সময় বেশি নেই। কাউন্টডাউনের কাজ শুরু হয়ে যাবে খুব শিঘ্রই। আপনাদে হৃদয়ে ক্ষন গননা শুরু করুন। এ জাতীকে উপস্থাপন করার জন্য মুজিবর্ষ কার্যক্রম। তাই সবার দিক থেকে কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠে নেমে

বক্তব্য রাখেন, (সার্বিক) এস এম জাকারিয়ার সঞ্চালনায়  জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের  কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী,

চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মো. মাসুদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী এস এম মাহমুদুল কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ.এম গিয়াস উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

একই রকম খবর