চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মুক্তিযোদ্ধা মার্কেটের (২য় তলা) জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া। রোববার (১ ডিসেম্বর) তিনি মুক্তিযোদ্ধা কার্যালয় পরিদর্শনে যান।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া রাতে দৈনিক চাঁদপুর খবরকে জানান , জেলা প্রশাসকের নির্দেশে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় পরিদর্শন করি । এটা স্বাভাবিক বিষয় । এক প্রশ্নের জবাবে তিনি বলেন ,কোন নির্দেশনা দেওয়া হয়নি ।
এদিকে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে তালা লাগানো হয়েছে বলে প্রচার হলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি ।
প্রসঙ্গত, গত কিছুদিন থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় লেখা-লেখি হলে দু’পক্ষ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় একটি পক্ষ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে অবৈধ বলে অভিযোগ করেন। অপর দিকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওই অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।