চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের স্ত্রী রহিমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি…..রাজেউন)।
আজ রোববার ভোর সাড়ে ৫ টার সময় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক মেয়ে তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) এর ভাবী। মরহুমার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
রোববার বাদ আছর সুজাতপুর ডিগ্রি কলেজ মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদের স্ত্রী রহিমা বেগম ইন্তেকালে শোক জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।