চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের শোক

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, একুশে প্রদকপ্রাপ্ত ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের স্ত্রী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মাতা রহিমা ওয়াদুদের বার্ধক্যজনিত মৃত্যুতে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এক শোক বার্তায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) এম এ ওয়াদুদ বলেন, তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং মহান আল্লাহ তাআলার কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসীব কামনা করেন।

একই রকম খবর