চাঁদপুর জেলা যুবদলের সভাপতি চান্দুর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার সভাপতি, সদর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও শহর ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন চান্দুর জানাযা সোমবার (১৭ জুন) বাদ আছর শহরের রহমতপুর কলোনীস্থ রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে ঢালী বাড়িস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন গাছতলা দরবারের পীর আলহাজ্ব মাওলানা খাজা ওয়ালিউল্লাহ।

মোফাজ্জল হোসেন চান্দু রোববার (১৬ জুন) দিবাগত রাতে ৩.৪৫ মিনিটে হৃদক্রিয়া বন্ধ হয়ে চাঁদপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, মা, বোন, রাজনৈতিক সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

মরহুমের জানাযায়, চাঁদপুর জেলা বিএনপি, জেলা ও পৌর যুবদল, জেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় এলাকাবাসী, মুসল্লিসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপিও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

জানাযার পূর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী। বক্তব্য পরিচালনা করেন বিএনপি নেতা খলিলুর রহমান গাজী।

পরিবারের সদস্যরা জানান, মোফাজ্জল হোসেন চান্দু একাধিক রাজনৈতিক মামলার আসামী হিসেবে জেলা কারাগারে ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে জামিন নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এদিকে কিছুটা সুস্থ হয়ে উঠলে চান্দু গত শনিবার (১৫ জুন) জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃস্বর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন। এই সংবাদ স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপরে আর কোন রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যায়নি চান্দুকে এবং দেখা ও যাবেনা।

সোমবার বাদ আছর জানাজা শেষে মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন শেখ ফরিদ আহমেদ মানিকে নেতৃত্বে জেলা বিএনপি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের নেতৃৃত্বে জেলা যুবদল, পৌর যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

এদিকে মোফাজ্জল হোসেন চান্দুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি এক শোক বার্তায় বলেন, মোফাজ্জল হোসেন চান্দুর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন একজন গুরুত্বপ‚র্ণ নেতাকে হারালো। তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার রুহের মাগফেরাত কামনা করছি।

এছাড়াও মোফাজ্জল হোসেন চান্দুর মৃত্য্যুতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।

একই রকম খবর