স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মরহুম মোফাজ্জল হোসেন চান্দুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার ( ২০ জুন ) বিকেলে শহরের জেএন সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে জেলা যুবদলের আয়োজন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন।
স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, এমন কম আছে যে পরিবারের দু’ভাই দলের জন্য জীবন দিয়েছে। চান্দুর কন্ঠের স্লোগান না হলে মিছিল মুখরিত হতো না। তার কন্ঠের স্লোগানে সকল নেতা-কর্মীই অনুপ্রাণিত হতো।
তিনি আরো বলেন, চান্দুর মতো একজন ত্যাগী নেতা আমরা হারিয়েছি। তার শ‚ন্যতা প‚রণ হবে না। প্রত্যেক আন্দোলন সংগ্রমে তার অবদান ভুলার নয়। আজকের শোক সভা যেন মোফাজ্জল হোসেন চান্দুকে স্মরণ শেষ না হয়। তার পরিবারের খোঁজ-খবর নেওয়ার মধ্যে যেন চান্দুর স্মরণ করা হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনা বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক অ্যাড. সেলিম উল্যাহ সলিম, মাহাবুব আনোয়ার বাবলু, দেওয়ান মো. সফিকুজ্জামান, মুনির হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদল,
জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মক্কু, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ জিলু, জেলা যুবদলের সহ-সভাপতি সারোয়ার হোসেন গাজী, শাহাজাহান কবির খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, কামাল পাটওয়ারী, জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমান হোসেন, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী।
উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা যুবদলের সভাপতি মিনার হোসেন, কচুয়া উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান স্বপন, হাইমচর উপজেলা যুবদলের সভাপতি আজিজুল হক বাবুল, মতলব উত্তর উপজেলা সাধারণ সম্পাদক রাশেদ জামান, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাছির পাটওয়ারী, মতলব গৌরিপুর যুবদলের সভাপতি মজিব সরকার প্রমুখ।