চাঁদপুর জেলা যুবদল সভাপতি মরহুম চান্দুর কবর জিয়ারত

প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা যুবদলের সভাপতি ও জেলা তাঁতীদলের সাবেক আহবায়ক মরহুম মোফাজ্জল হোসেন চান্দুর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

২২ জুন রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে শহরের রহমতপুর আবাসিক এলাকার ঢালী বাড়ি কবরস্থানে শায়িত মরহুম মোফাজ্জল হোসেন চান্দুর কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তারা মরহুম মোফাজ্জল হোসেন চান্দুর রুহের মাগফেরাত কমনা করে দোয়া ও মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম-আহবায়ক কাজী মোহাম্মদ রেজাউল করীম রানা, সদস্য খন্দকার হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সদস্য ও চাঁদপুর শহর শাখার সভাপতি সফিকুর রহমান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন প্রধানিয়া, বিএনপির নেতা সেলিম মজুমদার, শহর তাঁতীদলের সহ-সভাপতি মো. মুনসুর, যুগ্ম-সাধারণ সম্পাদক রহমান বেপারী, কালাম মাঝি প্রমুখ।

একই রকম খবর