চাঁদপুর জেলা যুব জোটের সম্মেলন

স্টাফ রির্পোটার : যুব অধিকার প্রতিষ্ঠায়-সুশাসন চাই। এ শ্লোগানকে ধারন করে সমাজতান্ত্রিক দল জাসদের সহযোগী সংগঠন চাঁদপুর জেলা যুব জোটের সম্মেলন ২০১৯ ইং অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর শুক্রবার বিকেলে নতুন বাজার পৌর মার্কেটের ৩ য় তলায় আয়োজিত অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসদের সদস্য মনির হোসেন মজুমদার।

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব জোটের সহ-সভাপতি মীর্জা মোঃ আনোয়ারুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি অধ্যাপক হাসান আলী শিকদার, কেন্দ্রীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হারুন অর রশিদ সুমন।

জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুব জোটের সদস্য সোহেল আহম্মদের সভাপতিত্বে ও জেলা জাসদের প্রচার সম্পাদক মোল্লা শাহজাহান সিরাজের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা জাসদের সভাপতি ডাঃ আব্দুল হাই, জেলা জাসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাসুদ হাসান, জাসদ সসমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির গবেষনা ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মিঠুন বিশ্বাস প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই রকম খবর