চাঁদপুর খবর রির্পোট: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন চাঁদপুর জেলা রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করা হয়েছে।
গতকাল ১১সেপ্টেম্বর (রবিবার) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম-বার, পিপিএম-বার চাঁদপুর জেলায় পরিদর্শনে আসলে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
এসময় চাঁদপুর জেলার সুসজ্জিত পুলিশ দল ডিআইজিকে সালামী প্রদান করেন।
ডিআইজি জেলা পুলিশের অস্ত্রাগার, ডি-স্টোর, রেশন স্টোর,যানবাহন শাখা, সি-স্টোর, ফোর্সের মেস, ব্যারাক ও দাপ্তরিক রেজিষ্টারসমূহ পরিদর্শন শেষে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আসিফ মহিউদ্দীন পিপিএম, সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরীসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।