চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে চার বছর মেয়াদী প্রশিক্ষন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৩সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) বশির আহমেদ, চাঁদপুর অতিরিক্তি পুলিশ সুপার মো: সুদীপ্ত রায় ,স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট চিকিৎসক ডা:সৈয়দা বদরুন নাহার চৌধুরী ,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ নেতৃবৃন্দ ।

এসময় প্রশিক্ষন কোর্সে উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ করেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর কর্মকর্তাবৃন্দগন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

একই রকম খবর