ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা সভাপতির মায়ের ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি, গাউছিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দিনের মাতা ছাইদুন্নেছা (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)।

রোববার দুপুর দেড়টায় সদর উপজেলার রামপুর ইউনিয়নস্থ রামপুর পীর বাড়িতে নিজ বসতঘরে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, ৫ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার রাত ১০টায় মরহুমাদের প্রতিষ্ঠিত রামপুর আদর্শ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার ছোট ছেলে অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন। জানাজায় মরহুমার আত্মীয়-স্বজনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতা-কর্মীসহ অসংখ্য মুসল্লি অংশ নেন। জানাজার পর রামপুর দরবার শরীফের মাজার শরীফ প্রাঙ্গণে মরহুমাকে দাফন করা হয়।
ডাঃ দীপু মনি এমপির শোক

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নস্থ রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দিনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডাঃ দীপু মনি এমপি। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আহলে সুন্নাত ও ইসলামী ফ্রন্টসহ অঙ্গ-সংগঠনের শোক

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দিনের মায়ের ইন্তেকালে বিভিন্ন মহল এবং সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. একেএম মাহবুবুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ আনম মুহিবুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ জসিম উদ্দিনসহ নেতৃবৃন্দ, ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ নূরুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবিরসহ নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল আমিন সাকী ও সাধারণ সম্পাদক বাদরুদ্দোজাসহ নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমাকে যেনো মহান আল্লাহপাক জান্নাতবাসী করেন সে দোয়া কামনা করে নেতৃবৃন্দ মরহুমার আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

একই রকম খবর

Leave a Comment