চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইব্রাহিম খান : চাঁদপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সু- চিকিৎসার দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল ।

৯ ডিসেম্বর সোমবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

এসময় তিনি বলেন,আগামী ১২ ডিসেম্বর যদি দেশনেত্রীকে মুক্তি দেওয়া না হয় তাহলে রাজপথে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।এই সরকার পাতানো মামলায় দেশনেত্রীকে জেলে আটকে রেখেছে।

তিনি বলেন,২০০৪ ও ২০১৪ সালের নির্বাচনে বাংলার জনগন লাথি মারে।এ চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হযরত আলির পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

এসময় আরো বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার,জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী,চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছোলেয়মান ঢালী,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান হাসনাত,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোকন মিজি, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সোহেল, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মহসিন পাটওয়ারী, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান খান।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কবির মাঝি,কুদ্দুস মেহনতি, মোতালেব মাস্তান,জহির দেওয়ান,ফজলু, জাকির, মেহেদী, মামুন, সফিক মৃধা,শাহাদাত, বিল্লাল,আবুল কালাম, তুহিন বকাউল, জুয়েল, ফজলুর রহমান, আকাশ সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভাশেষে নেতৃবৃন্দ জেলা বিএনপির কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে।

একই রকম খবর