প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সম্মানিত সদস্য তালহা জুবায়ের এবং গীতা পাঠ করেন পার্থনাথ চক্রবর্তী।
দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতি পদে আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক পদে রিয়াদ ফেরদৌস দ্বিতীয়বারের মতো বিনাপ্রতিদ্ব›িদ্বতায় (২০১৯-২০২১) নির্বাচিত হন।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন পবিত্র ওমরাহ হজ্জ পালন শেষে দেশে ফিরে আসায় মহান রাব্বুল আল আমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করা হয়। এছাড়া সংগঠনের সম্মানিত সদস্যদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সম্মানিত সদস্য আবদুল আউয়াল রুবেল।
সভায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। পরে তা সম্মানিত সদস্যদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর দুই বছর মেয়াদী কমিটির বিভিন্ন কার্যক্রমের উপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
একই সাথে বার্ষিক আয়-ব্যয় হিসাব উত্থাপন এবং তা সম্মানিত সদস্যদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এরপর সংগঠনের গঠনতন্ত্র উত্থাপন এবং তা সম্মানিত সদস্যদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এ সময় সংগঠনের সম্মানিত সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যকরী পরিষদ ১৯ সদস্যবিশিষ্ট করার সিদ্ধান্ত নেয়া হয়।
বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠনের বিষয়ে উপস্থিত সকল সদস্যবৃন্দ বর্তমান সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসকে পুনরায় একই পদে রাখার ব্যাপারে মতামত ব্যক্ত করেন। এ সময় আর কোনো সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী না হওয়ায় বিনাপ্রতিদ্ব›িদ্বতায় সভাপতি পদে আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক পদে রিয়াদ ফেরদৌস নির্বাচিত হন।
এরপর পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের ব্যাপারে উপস্থিত সদস্যবৃন্দ সংগঠনের সম্মানিত সদস্য যথাক্রমে ইকরাম চৌধুরী, শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, রহিম বাদশা, জি এম শাহীনের সমন্বয়ে ও সিনিয়র সাংবাদিক গোলাম কিবরিয়া জীবনের সাথে আলোচনাক্রমে গঠনের ব্যাপারে মতামত ব্যক্ত করেন। সেই অনুযায়ী সাধারণ সভায় পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক ইকরাম চৌধুরী।
নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০১৯-২০২১) : সভাপতি আল ইমরান শোভন, সহ-সভাপতি মুনাওয়ার কানন, ল²ন চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের পলাশ, রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পাঠান, ওয়াদুদ রানা, কোষাধ্যক্ষ ইব্রাহিম রনি, দপ্তর ও প্রচার সম্পাদক মো. খুরশিদ আলম, সম্মানিত সদস্য গোলাম কিবরিয়া জীবন, ইকরাম চৌধুরী, শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, শরীফ চৌধুরী, রহিম বাদশা, জি এম শাহীন, সোহেল রুশদী, খোকন কর্মকার, তালহা জুবায়ের।
সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক ইকরাম চৌধুরী, পার্থনাথ চক্রবর্তী, মো. নূরুল আলম, শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, রহিম বাদশা, জি এম শাহীন, ফারুক আহম্মদ, মুনাওয়ার কানন, ল²ন চন্দ্র সূত্রধর, কাদের পলাশ, রফিকুল ইসলাম বাবু, হাবিবুর রহমান খান, সোহেল রুশদী, ওয়াদুদ রানা, নাছির উদ্দিন পাঠান, মো, খুরশিদ আলম, ইব্রাহিম রনি, আব্দুল আউয়াল রুবেল, খোকন কর্মকার, তালহা জুবায়ের, বোরহান উদ্দিন ডালিম।