স্টাফ রিপোর্টার : চাঁদপুর ডাকাতিয়া নদিতে নিষিদ্ধ সময়ে চলাচলকৃত দু’টি বাল্কহেডকে জব্দ করেছে চাঁদপুর জেলা কোস্টগার্ড।
গত ১৬ জুলাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত বাল্কহেড মালিকদেরকে অভ্যন্তরীণ-নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর ৫৪ক ধারা লঙ্ঘণের দ্বায়ে ৬৮খ ধারা মোতাবেক প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জ্বল হোসেন।
উপস্থিত বাল্কহেডের মালিক ও বাল্কহেডের মালিক সমিতির সভাপতিসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্কতা করা হয়। যাতে ভবিষ্যতে আর এ ধরনের আইনের লংঙ্ঘন পুনরায় না ঘটে।
প্রসঙ্গত, নদীতে বাল্কহেড চলাচলের নিষিদ্ধ সময় (সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত)। কিন্ত রাত ১১টায় দুটি বাল্কহেড চলাচল করলে তাদেরককে আকট করে।