চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালে সাধারণ সভা

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর জেলা প্রশাসক ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি অঞ্জনা খান মজলিশ বলেছেন ,আপনাদের মতামতের উপর ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে ডায়াবেটিক হাসপাতালের পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

হাসপাতালের গঠনতন্ত্র উল্লেখ আছে আজীবন ও সাধারণ সদস্যদের মতামতের আলোকেই নির্বাচন অথবা সিলেকশন কথা উল্লেখ আছে। যেহেতু আপনারা নির্বাচন চেয়েছেন সেহেতু আগামীতে দিন নির্ধারণ করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। আমরা চাই একটি সুন্দর পরিচালনা পর্ষদ গঠন হোক। এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান।

এই মর্মে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)কে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হলো ।

তিনি আরো বলেন, ইতিমধ্যে আমি জেলা প্রশাসক হিসেবে নেত্রকোনায় বদলি হয়েছি ।আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ আমার সিনিয়র সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।কারণ প্রশাসন ক্যাডারের অফিসার জেলা প্রশাসক হওয়ার ইচ্ছা থাকে।

আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করেছেন এবং ভাল কাজের স্বীকৃতি হিসেবে সরকার আমাকে আরেকটি জেলায় সেবা করার সুযোগ দিয়েছেন, যা অত্যন্ত বিরল ঘটনা। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ আমার সকল সিনিয়র স্যারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যিনি নতুন জেলা প্রশাসক আসবেন যেমনিভাবে এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আমাকে সহযোগিতা করেছেন তেমনি ভাবে তাকে সহযোগিতা করবেন বলে আমি মনে করি।

চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালে সাধারণ সভায় চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ ,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শূভ্র সরকার প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমতিয়াজ হোসেন ও বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক সরকার।

কমিটি গঠন প্রসঙ্গে বক্তব্য রাখেন ডাক্তার এসএম শহিদুল্লাহ, অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু ,অ্যাডভোকেট সায়েদুল ইসলাম, এডভোকেট কামাল উদ্দিন, পৌরসভার সচিব তোফায়েল আহমেদ , জিন্নাহ পাটওয়ারী , আবু নাসের পাটোয়ারী বাচ্চু, দৈনিক চাঁদপুর জমিনের সম্পাদক-প্রকাশক মোঃ রোকনুজ্জামান রোকন, এডভোকেট সেলিম আকবর, মোস্তফার রুহুল আনোয়ার, মোঃ জহিরুল ইসলাম খান নয়ন , শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, মুক্তি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ,আব্দুল মালেক মানিক, মোঃ মজিবুর রহমান ফরহাদ।

সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের পরিচালনা পরিষদ গঠনকল্পে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)কে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয় ।

তাছাড়া হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন সদস্য ও আজীবন সদস্যরা তাদের বক্তব্য উপস্থাপন করেন।

পরে জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন কর্মের জন্য কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার প্রদান করেন হাসপাতালে পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক কে ফুলেল শুভেচ্ছা জানান।

একই রকম খবর