চাঁদপুর ডিসির নেতৃত্বে জেলা ট্রেজারী ভেরিফিকেশন কার্যক্রম উদ্বোধন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর ট্রেজারিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের নেতৃত্বে ট্রেজারি ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গতকাল ৩০জুন (বৃহস্পতিবার) গার্ড অফ অনার প্রদান মাধ্যমে ভেরিফিকেশন শুরু করেন ও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

চাঁদপুর জেলা ট্রেজারি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের মধ্যে একটি। কারন এতে সকল প্রকার পাবলিক পরীক্ষাসহ অন্যান্য সরকারি দপ্তরের মূল্যবান ও গোপনীয় কাগজপত্র, জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প, পোস্টাল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প, কার্ট্রিজ পেপারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী সংরক্ষণ ও বিধি মোতাবেক সরবরাহ করা হয়। বছরে ২ বার ট্রেজারিতে মজুদ মালামাল ও নথিসমূহ যাচাই করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসকক সার্বিক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

একই রকম খবর