চাঁদপুর তাজমহল হোটেল থেকে ১০হাজার পিচ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ইব্রাহিম খান : চাঁদপুর শহরের স্ট্যান্ড রোডস্থ তাজমহল হোটেলের ২১৬ নম্বর কক্ষ থেকে ১০ হাজার ২শ’ পিস ইয়াবাসহ আব্দুল মোতালেব (২২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-কুমিল্লা- ১১।

শুক্রবার (৩ মে) ভোর ৪টায় র‌্যাব- ১১ কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আব্দুল মোতালেব কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পাচুড়ীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম আফাজ উদ্দীন ও মায়ের নাম সায়েরা খাতুন।

র‌্যাব- ১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক প্রণব কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে চাঁদপুরে একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করি। এসময় তার কাছে থাকা ১০ হাজার ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় মোতালেব নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে। সে দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট এনে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত বলে জানায়।

এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়েরে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

হোটেল সূত্রমতে জানা যায়, আব্দুল মোতালে একজন গাড়ি চালক হিসেবে পরিচয় দিয়ে হোটেল ভাড়া নেয় এবং কুমিল্লা থেকে বরিশাল যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর আসে। কিন্তু দুর্যোগপূর্ণ আবাহাওয়ার কারনে লঞ্চ চলাচল বন্ধ থাকায় হোটেলে রাত্রি যাপন করে।

একই রকম খবর

Leave a Comment