বিশেষ প্রতিনিধি : চাঁদপুর মডেল থানা কর্তৃক শহরের বিভিন্ন স্থানের বেঁদে পল্লীতে শীতার্ত বেঁদেদের মাঝে শীতবস্ত্র হিসেবে আড়াইশ’ কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র এ শীতে গরম কাপড় পেয়ে বেঁদে পরিবারদের মুখে হাঁসি ফুটেছে ।
এ শীতবস্ত্র কম্বল বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, নাজ মিউজিক সেন্টারের পরিচালক নাজমা আক্তার, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো: হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) ও কমিউনিটি পুলিশের সিপিআই মো:আব্দুর রব।
জানা যায়,চাঁদপুর মডেল থানার আয়োজনে ও নাজ মিউজিক সেন্টারের সহযোগিতায় বেঁদে পল্লীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল (২৩ ডিসেম্বর) সোমবার দুপুরে চাঁদপুর শহরের ৫নং ফেরি ঘাটের বেঁদে পল্লী ও চৌধুরী ঘাট বেঁদে পরিবারের শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
বিতরন কালে উপস্থিত ছিলেন,চাঁদপুর মডেল থানার এস আই মোঃ রমজান আলী, এস আই আওলাদ হোসেন, এস আই জহিরুল ইসলাম, বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহিদ হেসেন খানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।