চাঁদপুর খবর রিপোর্ট : রোববার ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা কার্যক্রম। জাতীয় সম্পদ ইলিশ প্রজনন রক্ষায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে ল²ীপুর জেলার চরআলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকায় মা ইলিশসহ সকল ধরনের মাছ ধরা, আহরণ ও মজুদ করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, নৌ-পুুলিশ, পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে।
১ম দিনের ২টি অভিযানে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ১৫ কেজি ইলিশ, ৫ হাজার টাকা জরিমানা, ১টি মামলা এবং ১জনকে আটক করা হয়েছে। এসয় বাজার, আড়ৎ, মাছ ঘাটসহ ৭৭টি স্থান পরিদর্শন করা হয়।
আটককৃত আসামী, তসলিম পেডা (৫০), পিতা- সফিকুর রহমান পেডা, গ্রাম-বিশকাটালী, উপজেলা- ফরিদগঞ্জ, চাঁদপুর।
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের নির্দেশে অভিযান পরিচালনা করেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল-মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা। চাঁদপুর জেলা টাস্কফোর্সের আওতায় অভিযান পরিচালনা করেন কাউন্সিলর (৭,৮,৯) ফরিদা ইলিয়াছ, নৌ-পুলিশের এ এসআই পারভেজ মাহমুদ ও মৎস্য বিভাগীয় কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধাসহ অন্যান্যরা।
এদিকে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে হাইমচরে ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মতলবে অভিযান অব্যাহত রয়েছে।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকীর নেতৃত্বে মৎস্য অফিস থেকে অভিযান দফায় দফায় পরিচালনা হচ্ছে।
রোববার (৭ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন অভয়ারশ্রম এলাকায় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ, পরিবহন ও সরবরাহ করা যাবে না। ২০১৭ সালে ১ অক্টেবর থেকে ২২ দিন এসব এলাকায় ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। চলতি বছর প্রজনন মৌসুম আবহাওয়ার উপর ভিত্তি করে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর করা হয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত চাঁদপুর জেলা ট্রাস্কফোর্স ইতোমধ্যে সকল প্রস্তুতি নিয়েছে। অভয়াশ্রম চলাকালে এসব নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নদীতে ২৪ ঘন্টা কোস্টগার্ড ও নৌ পুলিশের টিমের অভিযান চলছে। এ ছাড়াও অভিযানে এসব এলাকায় মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়েছে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানাযায়, জেলার মতলব উত্তর, মতলব দক্ষিন, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় ৫১ হাজার ১৯০ জন নিবন্ধিত ইলিশ জেলে রয়েছে। এসব জেলেরা এ ২২ দিন যাতে করে নদীতে মাছ আহরণ না করেন, সে জন্য তাদেরকে ইতোমধ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করে সচেতন করা হয়েছে। মৎস্য আড়ৎ এলাকায় জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে ব্যানার সাঁটানো হয়েছে।
এ ব্যাপারে গতকাল রবিবার সন্ধ্যায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল-মাহমুদ জামান গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান , চাঁদপুরে মা ইলিশ রক্ষা কার্যক্রম প্রথম দিনে নদীতে ব্যাপক অভিযান চালানো হয়েছে । রাতেও অভিযান চলবে ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিডিয়ায় মাছ ধরা নিয়ে বিষয়টি ব্যাপক প্রচারাভিযান করায় জেলেদের মাঝে সচেনতা বেড়েছে । যার কারণে নদীতে তেমন কাউকে মাছ ধরতে ১ম দিনে দেখা যায়নি ।