চাঁদপুর খবর রিপোর্ট : কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ হওয়া উপলক্ষে শুক্রবার দিবাগত রাতে আনন্দ উৎসব পালন করেছে চাঁদপুর পুলিশ।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর নেতৃত্বে চাঁদপুর পুলিশ লাইন্সে নানান কর্মসূচির মধ্যে দিয়ে আনন্দ উৎসবে মেতে উঠে পুলিশ লাইন্স।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. মিজানুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ মো. অলি উল্যাহ অলিসহ জেলা ও উপজেলার কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।