চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ হয়েছে।
গতকাল ১১সেপ্টেম্বর (রবিবার) পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম-বার, পিপিএম-বার।
ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমাদের সমস্ত পতিত জমি ও জলাশয় চাষের আওতায় আনতে। সেই লক্ষ্য অনুযায়ী আমাদের সমস্ত খালি জায়গায় সবজি চাষ জলাশয়ে মৎস্য চাষের ব্যবস্থা করা হচ্ছে।
এসময় চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বারসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।