চাঁদপুর পুলিশ সুপারের জন্মদিন পালিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা পুলিশ বিভাগের উদ্যোগে পুলিশ সুপারের জন্মদিন উপলক্ষে নানা আয়োজন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) জন্মদিন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশীদ এ ফুলেল শুভেচ্ছা  জানান।

এছাড়াও কেক কাটার মধ্যে দিয়ে জন্মদিন উদযাপন ও পুলিশ সুপার মো: মিলন মাহমুদের বিপিএম (বার) এর আগামীর পথ চলার উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

একই রকম খবর