চাঁদপুর খবর রিপোর্ট : বর্তমান সময়ে সোস্যাল মিডিয়া ফেসবুক একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যেমন উপকৃত হচ্ছে।
অপর দিকে হচ্ছে বড় ধরণের ক্ষতি। ফেসবুক, মোবাইল ব্যাংকিং ও অনলাইনের মধ্যমে প্রতারিত হয়ে হারাচ্ছে সর্বস্ব। তাই ডিজিটাল নিরাপত্তার কথা বিবেচনা করে চাঁদপুরের মাননীয় পুলিশ সুপার মো. জিহাদুল কবির পিপিএম মহোদয় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।
এসপি চাঁদপুর ফেসবুর আইডির মাধ্যমে চাঁদপুরবাসীর সতর্ক থাকার আহবান জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি উল্লেখ্য করেছেন :
ফেসবুক বা ডিজিটালের মাধ্যমে অজানা বিদেশীর প্রেমে পরে গিফট সামগ্রীর লোভে সর্বস্ব হারাবেন না।
লটারি জিতেছেন শুনে কাউকে তথ্য বা টাকা দিবেন না।
মোবাইল ব্যাংকিং এর এজেন্ট বা কর্মকর্তা পরিচয়ে কেউ ফোন দিলে সাইবার পুলিশ এর সাথে যোগাযোগ না করে কোন লেনদেন করবেন না।
কেউ ভুলে টাকা পাঠিয়েছে জানালে, নিজের মোবাইল ব্যাংকিং এর ব্যালেন্স না জেনে অজানা কাউকে টাকা ফেরত দিবে না।
এয়ারপোর্ট কাস্টমস পুলিশ সেজে পারসেল পাইয়ে দেয়ার কথা বলেও কিছু দেশীয় দালাল যারা নাইজেরিয়ান স্ক্যাম এর সহযোগী, তাদের কথায় কোন টাকা দিবেন না।
নিজের বিকাশ বা অন্যান্য ব্যাংকিং এর ওয়ালেট এর ব্যালেন্স চেক না করে শুধুমাত্র ফেসবুকে এসএমএস দেখে কাউকে টাকা পাঠাবেন না।
অনলাইনে কেনা কাটায় সাবধান হন।
টাকা পাঠানোর আগে সব দিক চেক করে লেনদেন করবেন। নেটের অধিকাংশ শপিং ফেইজ ফেক।
যে কোন ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটার সময় আপনার গোপন পিন সাবধানে প্রেস করুন যাতে কেউ দেখতে না পারে।
ম্যাগবার কার্ড বাদ দিয়ে চিপ যুক্ত কার্ড ব্যবহার করুন।
এ ক্ষেত্রে আপনার ব্যাংককে তাগাদা দিন নতুবা অন্য ব্যাংক এর চিপ যুক্ত কার্ড ব্যবহার করুন।
এধরনের অপরাধের শিকার হলে দ্রুত থানায় জিডি করে সাইবার পুলিশ এর সহায়তা নিন।