প্রেস বিজ্বপ্তি : চাঁদপুর পুলিশ অফিসের সম্মেলন কক্ষে গত ১৩ মে চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে চাঁদপুর জেলায় অবস্থিত বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ও বিবিধ বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাহে রমজান ও ঈদ-উল-ফিতরের সময় ব্যাংকের নিরাপত্তায় নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবেঃ-
০১। ব্যাংকের নিরাপত্তা প্রহরীদের চাকুরীতে নিয়োগ দেওয়ার পূর্বে তাদের পিসিপিআর যাচাই করতে হবে।
০২। ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত প্রত্যেক নিরাপত্তা প্রহরী অবশ্যই অস্ত্রসহ দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে।
০৩। প্রতিটি ব্যাংকে প্রয়োজনীয় সংখ্যক আইপি ও নাইট ভিশনযুক্ত ভাল রেজুলেশনের সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করে এ বিষয়ে ব্যাংকে আগতদের অবহিতকরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
০৪। একজন কর্মকর্তা সার্বক্ষনিক গার্ডের ডিউটি তদারকী করবেন এবং পবিত্র রমজানে লেনদেন ও গ্রাহক বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তাকর্মীগণ সকল আগত গ্রাহকের প্রতি সতর্ক দৃষ্টি সহ কোন অনিয়ম বা সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি তাৎক্ষনিক ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনবেন। প্রয়োজনে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করবেন।
০৫। বড় ধরনের লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা নিকটবর্তী থানা পুলিশকে অবহিত করলে সেক্ষেত্রে থানা পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে।
০৬। ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী জেলার পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার অফিসার ইন চার্জসহ অন্যান্য উর্ধ্বতন কর্তৃপক্ষের মোবাইল নম্বর সংগ্রহে রাখবেন।
০৭। প্রতিটি ব্যাংকে সতর্ক সংকেত (এলার্ম সিস্টেম) ঘন্টা ব্যবহার করতে হবে।
০৮। প্রতিটি ব্যাংকে জাল নোট সনাক্ত করণ মেশিন ব্যবহার নিশ্চিত করতে হবে।
০৯। একজন দায়িত্বশীল কর্মকর্তাকে সিসি ক্যামেরার নিরাপত্তার বিষয়টি মনিটরিং করার দায়িত্বে নিয়োজিত করতে হবে।
১০। দীর্ঘ বন্ধের সময় ব্যাংকের নির্ভরযোগ্য অফিসারের সমন্বয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে।
১১। ঈদ-উল-ফিতর ছুটিকালীন ব্যাংক কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীর (নাম ও মোবাইল নম্বরসহ) ডিউটি বন্টন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, বরাবর জমা দিতে হবে।
১২। ব্যাংকের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা থাকলে তাৎক্ষণিক ভাবে স্থানীয় থানার অফিসার ইনচার্জকে অবহিত করতে হবে।